জেদ্দা আওয়ামী নবীন লীগের উদ্যোগে বনভোজন উদযাপিত হয়েছে ২ ফ্রেব্রুয়ারী শুক্রবার ।জেদ্দা শহররের বাহিরে দাহবান মেরিন পার্কে’ এর আয়োজন করা হয়। প্রকৃতির মুক্ত হস্তে সাজিয়ে রাখা জায়গায় নদীর পাশে নিরিবিলি পরিবেশে আয়োজিত হয় বনভোজন। বনভোজনে বিভিন্ন বাঙ্গালী মুখরোচক খাবার হালিম, চটপটি থেকে শুরু করে মুরগী ও খাসীর শাসলিক (কাবাব) এবং পোলাউ ও মাংশ পরিবেশন করা হয়। প্রবাসী বাঙ্গালী পরিবারের সদস্যবৃন্দ বিশেষত ছোটছোট ছেলে মেয়েরা ভীষণ খুশী বনভোজন উপভোগ করতে পেরে।
নবীন লীগ সৌদি আরবের সভাপতি শেখ ওয়াদুদ করিম ও সহ সভাপতি শেখ আতাউর রহমান সার্বিক সার্বিক তত্ত্বাবধানে এই সময় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী শরিফুল গাজী,সহ সভাপতি মোসাদ্দেক ফকির, নেজাম উদ্দিন, সাকিল আহমেদ,সাজ্জাদ হোসেন,শাহিন ফকির, কাজী যহির সহ বিভিন্ন পেশা ও মতের প্রবাসীবৃন্দ পরিবার নিয়ে বনভোজন উপভোগ করেছেন।