নির্বাচনী প্রচারণায় পিছিয়ে নেই প্রবাসী বাংলাদেশিরাও। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ নৌকা মার্কার পক্ষে প্রচারণা চালাতে বাংলাদেশের পথে জেদ্দা প্রবাসী চৌদ্দগ্রাম আওয়ামী পরিষদের সভাপতি মনির উদ্দিন।
নির্বাচনকে সামনে রেখে রবিবার ১৬ ডিসেম্বর জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় সন্ধ্যা বাংলাদেশ বিমানযোগে দেশের উদ্দেশ্যে নৌকার পক্ষে নিজ এলাকায় প্রচার করতে রওনা দেন প্রবাসী এই নেতা।তাকে বিদায় জানাতে তার বাসায় আসেন,জেদ্দা প্রবাসী চৌদ্দগ্রাম আওয়ামী পরিষদের সিনিয়র সভাপতি কাজী জহির,সাধারণ সম্পাদক শামসুল আলম খোকন,যুগ্ন সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবলু সাংগঠনিক সম্পাদক মোঃ তুহিন,প্রচার সম্পাদক রবিউল আলম রিঙ্কু সহ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
জেদ্দা প্রবাসী চৌদ্দগ্রাম আওয়ামী পরিষদের বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মার্কায় ভোট চাইতে দেশে যাচ্ছি। সর্বোচ্চ চেষ্টা থাকবে ফের নৌকাকে জয়যুক্ত করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে।