মো: মেহেদী হাসান, পুঠিয়া(রাজশাহী) ঃ জাতীয় সাংবাদিক সংস্থার পুঠিয়া উপজেলা শাখার কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত কমিটির মেয়াদ শেষ হওয়ায় বিলপ্তি ঘোষণা করা ও নতুন কমিটির গঠনের উদ্দেশ্যে শনিবার সকাল ১১টার সময় পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংলগ্ন সংস্থার অস্থায়ী কর্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কমিটি গঠন ও আলোচনা সভায় সাংবাদিক সংস্থার সভাপতি শেখ রেজাউল ইসলাম লিটনের সভাপতিত্বে ও সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাতীয় সাংবাদিক সংস্থার রাজশাহী জেলার যুগ্ন সম্পাদক এস এইচ এম তরিকুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জাতীয় সংবাদিক সংস্থা পুঠিয়া উপজেলা শাখার সহ-সভাপতি এস এম আব্দুর রহমান, যুগ্ন সম্পদক এস এম হাসানুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাহাফুজুর রহমান তুহিন, অর্থ সম্পাদক মফিজুল ইসলাম ডলার, দপ্তর সম্পাদক মোঃ ইউনুস আলী শিশির, সদস্য মনিরুজ্জামান, মোঃ মইদুল ইসলাম ও মোঃ তারেক মাহামুদ। আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে পুনরায় ইনকিলাব ও দৈনিক বার্তার পুঠিয়া প্রতিনিধি শেখ রেজাউল ইসলাম লিটনকে সভাপতি ও দৈনিক সানশাইন ও দৈনিক মাতৃছায়া পত্রিকার পুঠিয়া প্রতিনিধি মোঃ মেহেদী হাসানকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যের কমিটি গঠন করা হয়।