মোবারক হোসেন ভূঁইয়া,জেদ্দা থেকেঃ আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের উপর হামলার প্রতিবাদে নিন্দা জানিয়েছে সৌদিআরব পশ্চিমাঞ্চল বিএনপি। গতকাল জেদ্দার আজিজিয়া লিমার হোটেলে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সৌদিআরব পশ্চিমাঞ্চল বিএনপির সভাপতি আহমেদ আলী মুকিব। এই সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আব্দুর রহমান।সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তপন,সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী নুরুল আমীন। সহসভাপতি আব্দুল মান্নান, জেদ্দা মহানগর বিএনপির আহ্বায়ক এম এ আজাদ চয়ন,প্রচার সম্পাদক রৌশন জামিল শিপু, সাঈদ ইসলাম,টিপু সুলতান সহ আরও অনেকেই।
এতে বলা হয়, আদালত প্রাঙ্গণে পুলিশ প্রশাসনের সামনে আমার দেশ পত্রিকার সম্পাদক, দেশ বরেণ্য বুদ্ধিজীবি, প্রকৌশলী মাহমুদুর রহমানের উপর ন্যাক্কারজনক হামলা করায় আমরা সৌদিআরব পশ্চিমাঞ্চল বিএনপির পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি এবং হামলায় জড়িত সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি।
উল্লেখ্য, গত বছর ১০ জুলাই কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি ইয়াসির আরাফাত তুষার কর্তৃক দায়েরকৃত মানহানি মামলার জামিনের জন্য আসেন মাহমুদুর রহমান। মামলার জামিন নিয়ে ফেরার পথে কুষ্টিয়া জেলা আদালত প্রাঙ্গণে হামলার স্বীকার হন তিনি। এতে তিনি মারাত্মকভাবে আহত হন। পরে অ্যাম্বুলেন্স যোগে যশোরে যান। এরপর তিনি বিমান যোগে ঢাকাতে যান।