পূর্ব তুরস্ক থেকে অন্তত ৬’শ আফগান অভিবাসীকে কাবুলে ফেরত পাঠাবে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার এক বিবৃতিতে বলা হয়, অর্থনৈতিক সংকট ছাড়াও সন্ত্রাসী কার্যকলাপ বেড়ে যাওয়ায় এধরনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। যে সব আফগান অভিবাসীদের তাদের ফেরত পাঠানো হবে আইন শৃঙ্খলা বাহিনী তাদের প্রাদেশিক অভিভাসন কর্তৃপক্ষের হাতে হস্তান্তর করেছে।
তুরস্কের এরজুরাম প্রদেশ থেকে ৫৯১ জন আফগান অভিবাসীকে দুদিনে চার্টাড ফ্লাইটে করে কাবুলে পাঠানো হচ্ছে। তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরো জানিয়েছে অবৈধভাবে অনুপ্রবেশ ও সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িত রয়েছে এমন আফগান অভিবাসীদের ফেরত পাঠানো হচ্ছে। তবে মানবাধিকার সংগঠনগুলো তুরস্কের এ সিদ্ধান্তের সমালোচনা করে বলেছে, অভিবাসীদের ফেরত পাঠানো হলে তারা যুদ্ধবিধ্বস্ত দেশটিটি ফেরত গেলে সংকট আরো বাড়বে বৈ কমবে না। বর্তমানে তুরস্কে ৪৫ লাখ অভিবাসী রয়েছে যাদের মধ্যে ৩২ লাখই সিরিয়ার নাগরিক। মিডিল ইস্ট আই ডট নেট